বুধবার দুপুরে হঠাৎ করেই ভয়াবহ আগুন লেগে যায় বেঙ্গালুরুর (Bengaluru) করমঙ্গল এলাকার একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে। আগুন নেভানোর চেষ্টা এখনও চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনার এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রাণ বাঁচাতে এক ব্যক্তি ওই বিল্ডিংয়ের চারতলার ছাদ থেকে ঝাঁপ দিচ্ছেন। বেঙ্গালুরুর করমঙ্গল এলাকার বিখ্যাত ফোরাম মলের বিপরীতে একটি বিল্ডিংয়ে দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। ওই বাণিজ্যিক বিল্ডিংয়ের চারতলায় রুফটপ হুক্কা বার ও পাব রয়েছে। সেখান থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-অসমের প্রায় সাত হাজার পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে সরকার
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ দিন দুপুরে হঠাৎ ওই পাবের রান্নাঘরে রাখা সিলিন্ডার হঠাৎ করেই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে পুরো ছাদে আগুন ছড়িয়ে পড়ে। নীচে নামার কোনও পথ ছিল না তাই প্রাণ বাঁচাতে পাবের এক কর্মী ছাদ থেকে ঝাঁপ দেন। ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বহুতলে অনেক ইলেকট্রনিক আসবাব রাখা হয়েছিল এবং আরও বড় দুর্ঘটনা এড়াতে উদ্ধারকাজেও সতর্কতা অবলম্বন করতে হয়েছিল।
আরও পড়ুন-পঞ্চমবার জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল
পুলিশের কর্মকর্তা, ফায়ার অ্যান্ড সার্ভিসেস, পি হরিশেকরন বলেছেন, “একটি খাবারের দোকানে চার থেকে পাঁচটিরও বেশি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে যার ফলে আগুন লেগেছে। সিলিন্ডার ফেটে টুকরো টুকরো হয়ে গিয়েছে।” তিনি আরও জানান, “যে ব্যক্তি ভবন থেকে লাফ দিয়েছিলেন তিনি আহত হয়েছেন। আমরা তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করছি। ভবনটিতে একটি প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। রেস্টুরেন্টের সম্পূর্ণ বিষয়টি বুঝতে আমরা মালিককে ফোন করেছি। সন্ধ্যা নাগাদ আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। যদিও বিস্ফোরণের কারণ কী তা বোঝার জন্য বিশেষজ্ঞদের ডাকতে হবে।”