অসমের প্রায় সাত হাজার পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে সরকার

দুর্গাপুজো বাঙালির নয় শুধু, দেশজুড়ে সকলের জন্যই আনন্দময় এক উৎসব। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই পুজো

Must read

দুর্গাপুজোর (Durgapuja) আয়োজনে পুজো কমিটিগুলির পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) গত বেশ কয়েক বছর ধরে পুজোর অনুদান দিয়ে আসছেন। এই বছর, পুজো কমিটিগুলির পাশে দাঁড়াতে বঙ্গ বিজেপিও এগিয়ে এসেছে । জানা গিয়েছে, বেশ কিছু পুজোর উদ্যোক্তাদের আর্থিক সাহায্য দিচ্ছে পদ্ম শিবির। সেই মতোই অসমেও পুজোর মুখে বড় ঘোষণা করা হল সরকারের তরফে। হিমন্ত বিশ্বশর্মার সরকার অসমের প্রায় সাত হাজার পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে। মঙ্গলবার অসমের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম সরকার ৬ হাজার ৯৫৩টি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেবে।

আরও পড়ুন-হস্টেলের ঘরে রহস্যজনক মৃত্যু আইআইটি খড়গপুরের ছাত্রের

অসমেও দুর্গাপুজোর আয়োজন বেশ জাকঁজমকপূর্ব হয়ে থাকে। পুজো কমিটিগুলি যাতে সাধারণ মানুষের থেকে জোরজুলুম করে চাঁদা না নেয়, সেই নিয়ে অসমের মুখ্যমন্ত্রী আগেই সতর্কতা জারি করেন। কয়েকদিন আগেই হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ‘পুজো কমিটিগুলির কাছে আমার অনুরোধ, মানুষের থেকে যেন জোর করে টাকা নেওয়া না হয়। মানুষ নিজে থেকেই পুজোয় চাঁদা দেন। দুর্গাপুজোর চাঁদা তোলার নামে কেউ যেন পরিবেশকে খারাপ না করেন।’

আরও পড়ুন-প্রয়াত বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী

প্রসঙ্গত, দুর্গাপুজো বাঙালির নয় শুধু, দেশজুড়ে সকলের জন্যই আনন্দময় এক উৎসব। বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই পুজো। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাঁর দেখানো পথেই এবার হাঁটল অসম সরকার। জানা গিয়েছে, পুজোর আয়োজনে আর্থিক সাহায্য চেয়ে বঙ্গ বিজেপির কাছে অনেক আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, প্রায় পাঁচশোর মত পুজোকে আর্থিকভাবে সাহায্য করছে বঙ্গ বিজেপি।

Latest article