পঞ্চমবার জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল

এদিন প্লেব্যাক গায়িকা হিসেবে পঞ্চম জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শ্রেয়া ঘোষাল।

Must read

অগস্ট মাসে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (national award) প্রাপকদের তালিকা ঘোষণা হয়। সিনে দুনিয়ার আলিয়া ভাট, কৃতি শ্যানন, আল্লু অর্জুন, এস এস রাজামৌলি, এম এম কিরাবাণী চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে। এদিন প্লেব্যাক গায়িকা হিসেবে পঞ্চম জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শ্রেয়া ঘোষাল। লাল কাঞ্জিভরম শাড়ি ও ম্যাচিং লাল-টোনড ব্লাউজ পরেছিলেন শ্রেয়া।

আরও পড়ুন-অসমের প্রায় সাত হাজার পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে সরকার

১৭ অক্টোবর ২০২৩, নয়া দিল্লির বিজ্ঞানভবনে জাতীয় পুরস্কারের বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রেয়া ঘোষালের হাতে পুরষ্কার তুলে দেন। এই নিয়ে পঞ্চম বার জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া। পুরস্কার নেওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট শ্রেয়া ঘোষাল। গায়িকা লিখেছেন, ‘ঈশ্বর আমার প্রতি সদয়। দ্রৌপদী মুর্মু জি আজ তুলে দিলেন জাতীয় পুরস্কার। এই সম্মানের জন্য কৃতজ্ঞ..’।

আরও পড়ুন-হস্টেলের ঘরে রহস্যজনক মৃত্যু আইআইটি খড়গপুরের ছাত্রের

এদিন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণের পর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রেয়া। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পেলেন তিনি। ২০০৩ সালে ‘দেবদাস’ ছবির ‘বৈরি পিয়া’ গানের জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ‘পহেলি’ ছবির ‘ধীরে জ্বলনা’ গানের জন্য ও ‘জব উই মেট’ ছবির ‘ইয়ে ইশক হায়ে’ গানের জন্য জাতীয় পুরস্কার পান তিনি। ২০১০ সালে তিনি দুটি গানের জন্য পুরস্কার পান। মরাঠি ছবি ‘জোগভা’র গান ‘জিভ ডাংলা’র জন্য ও বাংলা ছবি ‘অন্তহীন’-এর ‘ফেরারি মন’ গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।

Latest article