হস্টেলের ঘরে রহস্যজনক মৃত্যু আইআইটি খড়গপুরের ছাত্রের

আদালতের নির্দেশে সেই ছাত্রের দেহ দুবার ময়নাতদন্ত করা হয়। এরপরেই খড়্গপুর আইআইটি-তে অ্যান্টি ‌র‌্যাগিং স্কোয়াড তৈরি হয়।

Must read

বুধবার ভোরে হস্টেলের ঘরে রহস্যজনক মৃত্যু আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) এক ছাত্রের। আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম কিরণ চন্দ্র, তেলঙ্গানার বাসিন্দা। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া। অবস্থায় দেখেই খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারকে পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রয়াত বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক রিপোর্ট এলেই কিছুটা হলেও বোঝা যাবে আত্মহত্যা না খুন।

আরও পড়ুন-চিত্রসাংবাদিক সুধীর কুমার উপাধ্যায় প্রয়াত, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এই প্রথম নয়, ছাত্র মৃত্যু নিয়ে বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে খড়গপুর আইআইটি-কে। এক বছর আগে অক্টোবর মাসে আইআইটি-র হস্টেল থেকে এক ছাত্রের পচা-গলা দেহ উদ্ধার হয়। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। মৃতের পরিবারের অভিযোগ ছিল, ৬-৭ দিন আগে মৃত্যু হলেও একদিন আগে মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। আদালতের নির্দেশে সেই ছাত্রের দেহ দুবার ময়নাতদন্ত করা হয়। এরপরেই খড়্গপুর আইআইটি-তে অ্যান্টি ‌র‌্যাগিং স্কোয়াড তৈরি হয়।

Latest article