নববর্ষের সকালে ভয়াবহ আগুন দুর্গাপুর পুলিশ ফাঁড়িতে (Durgapur Police Phari)। দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ির নথিপত্র পুড়ে ছাই হয়ে গেল। আগুনের মাত্রা এতটাই বেশি ছিল যে ভস্মীভূত হয়ে যায় যাবতীয় নথি, টাকাপয়সা এবং আসবাবপত্র। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-পয়লা বৈশাখে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত বহু কিশোর
আজ শনিবার সকালে দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ি থেকে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। সেখানে থাকা পুলিশ কর্মীরা এবং স্থানীয় কিছু মানুষজন আগুন নেভাতে চেষ্টা করেন। আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে। কিন্তু তার আগেই স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর দমকল এসে আগুন নিভিয়ে দেয়।
আরও পড়ুন-সভাস্থলে আচমকা বিস্ফোরণ, কোনমতে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী
থানার মধ্যে থাকা নথিপত্র থেকে শুরু করে টাকাপয়সা এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ স্পষ্টভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। দমকল এই অগ্নিকাণ্ডের তদন্ত করবে। নেপথ্য অন্য কোনও ঘটনা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। দমকল একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থল পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে।