চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন

নববর্ষের সন্ধ্যায় ভয়াবহ আগুন চিনার পার্কের (Chinar Park) এক রেস্তোরায়। একেই রবিবার তার ওপর নববর্ষ।

Must read

প্রতিবেদন: নববর্ষের সন্ধ্যায় ভয়াবহ আগুন চিনার পার্কের (Chinar Park) এক রেস্তোরায়। একেই রবিবার তার ওপর নববর্ষ। স্বাভাবিকভাবেই চিনার পার্কের ওই রেস্তোরাঁয় অন্যদিনের তুলনায় বেশি ভিড় ছিল। এর মধ্যে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকে।

আরও পড়ুন-সিএএ হলে দেশের ধর্মনিরপেক্ষতা জলাঞ্জলি যাবে, সাফ কথা অমর্ত্যর

প্রাথমিকভাবে রেস্তোরাঁ কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন কিছুক্ষণের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে। ওই রেস্তোরাঁ থেকে আশপাশের আরও কয়েকটি রেস্তোরাঁয় তা ছড়িয়ে পড়ে। চার-পাঁচটি দোকান আগুনের কবলে চলে যায়। অগ্নিকাণ্ডের জেরে রেস্তোরাঁ লাগোয়া রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ রাস্তা বন্ধ করে যানবাহন অন্যপথ ঘুরিয়ে দেয়। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাসের থেকে এই আগুন লাগতে পারে। তবে স্বস্তির কথা একটাই, আগুনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, রেস্তোরাঁটি সামনের ফুটপাত বেআইনিভাবে টিনের সেড লাগিয়ে দখল করেছে। এভাবে দিনের পর দিন ব্যবসা চালাচ্ছে তারা।

Latest article