চাঁদনি চকে বহুতলে আগুন

সব মিলিয়ে ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন নেভানোর কাজে তদারকি করেন।

Must read

প্রতিবেদন : ছুটির সন্ধ্যায় আচমকাই আগুন চাঁদনি চকে। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ আগুন লাগে একটি বহুতলে। তিনতলা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ আগুন। দেখা যায়, তিনতলার একটি বন্ধ গুদাম থেকে ছড়িয়ে পড়ছে আগুন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকল।

আরও পড়ুন-মন কি বাতে বেতন বন্ধের কথা কই? সরব বিরোধীরা

সব মিলিয়ে ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন নেভানোর কাজে তদারকি করেন। দমকলসূত্রে জানা গিয়েছে, গুদামটিতে মজুত করা ছিল প্রচুর ইলেক্ট্রনিক্স সামগ্রী। আগুন ছড়িয়ে পড়ে দোতলা থেকে চারতলায়। মাস্ক পরে আগুনের উৎস সন্ধানে নামেন দমকলকর্মীরা। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে কিছুটা সমস্যা হয়। আড়াই ঘণ্টা ধরে লড়াই চলে আগুন আয়ত্তে আনার। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ জানতে চেষ্টা করছে পুলিশ এবং দমকল।

Latest article