গোটা দেশের নীতি কী হবে তার ভোট: ফিরহাদ

Must read

সুমন তালুকদার, খড়দহ : শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার-ঝড়ের রেশ ধরেই রবিবার খড়দহে প্রচারকে আরও তীব্রতর করে তুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। খড়দহের পানশিলা এলাকার জাগরণী কলোনি মোড়-সহ খড়দহের বন্দিপুর ও রাসমণি মোড়ে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা হয়। বন্দিপুরে ফিরহাদ বিজেপির কঠোর সমালোচনা করে বলেন, ‘‘ওরা চেয়েছিল ধর্মের নামে, ভাষার নামে, এমনকী সংস্কৃতির নামে দেশকে ভাগ করবে, বাংলাকে ভাগ করবে। যারা বিজেপিতে গিয়েছিল, তারা এখন বলছে, সেখানে দম বন্ধ হয়ে আসছে। আর তৃণমূলের ঘরের সামনে লাইন লাগাচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘অভিষেক বলছিল, কাকু আমরা যদি তৃণমূলের গেট খুলে দিই তবে রাজ্যে বিরোধী বলে কিছু থাকবে না। আমরা সেটা চাই না। আমরা গেট বন্ধ করে রেখেছি। গণতন্ত্রে বিরোধীদের দরকার। নাহলে প্রশ্ন কারা করবে!’’ পাশাপাশি তিনি সিপিএমের সমালোচনা করে বলেন, ‘‘দলটাকে এখন আর খুঁজে পাওয়া যায় না। ওদের উদ্দেশে বলছি, আপনাদের ভোটটা নষ্ট করবেন না। তৃণমূল বাংলার দল। বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন, সেটা বাংলার গর্ব। আপনার-আমার-আমাদের গর্ব। গুজরাতের মানুষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের রাজ্যের লোক। আমরাও সেই গর্ব করতে পারি। সেই সুযোগ আমাদের কাছে আসছে। এই উপনির্বাচনে তৃণমূলের জয় শুধু নয়। গোটা দেশের নীতি কী হবে তার ভোট। সুতরাং তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে জয়ী করে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে দেওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রিত্বের দিকে এগিয়ে দেওয়াই আপনাদের লক্ষ্য। তাই ভোটের দিন সকাল সকাল ভোট দিয়ে শোভনদাকে জয়ী করুন।’’ জাগরণী মোড়ের সভায় বক্তব্য পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য-সহ আরও অনেকে।

আরও পড়ুন-মমতার দিল্লিযাত্রা সুগম করুন: পার্থ

Latest article