এমপি কাপ শুরু হচ্ছে ৫ ডিসেম্বর

Must read

প্রতিবেদন : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে ফের খেলা হবে। আবারও অনুষ্ঠিত হতে চলেছে এমপি কাপ। অভিষেকের উদ্যোগে শুরু হয়েছিল এই ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা তথা দেশ জুড়ে দারুণ সাড়া ফেলেছে।

গত বছর অতিমারির কারণে হয়নি এই প্রতিযোগিতা। কিন্তু এবার আর ফুটবলপ্রেমীদের নিরাশ করছেন না মাননীয় সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক তাঁর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবারও জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত দিয়েছেন। তবে কোভিড বিধি মেনে এবারের প্রতিযোগিতা আয়োজিত হবে। অংশগ্রহণকারী দলগুলিকেও টুর্নামেন্টের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।

আরও পড়ুন-গোটা দেশের নীতি কী হবে তার ভোট: ফিরহাদ

রবিবার সাংসদের তরফে এমপি কাপ টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করবে। লিগ কাম নকআউট ফরম্যাটেই হবে খেলা। শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

জমকালো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। অভিষেকের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্টের রূপরেখা তৈরি করবেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা।

Latest article