মরশুমের প্রথম তুষারপাত দার্জিলিং, লাচুংয়ে

বড়দিনে পাহাড়ে পড়ল বরফ

Must read

প্রতিবেদন : একেই বলে বাড়তি পাওনা। রবিবার বড়দিনে দার্জিলিংয়ে (Snowfall- Darjeeling) মরশুমের প্রথম তুষারপাত দেখলেন পর্যটকরা। টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়েছে। পাশাপাশি উত্তর সিকিমের লাচুংও ঢেকে যায় বরফে। মরশুমের প্রথম বরফ দেখতে পর্যটকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দার্জিলিংয়ে (Snowfall- Darjeeling) বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বরফ পড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী বরফ পড়ায় খুশি সকলেই। শুধু ২৫ ডিসেম্বর নয়, আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারিও বরফ পড়তে পারে এখানে। বরফ পড়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। বাড়তি পর্যটক আসায় পর্যটন শিল্প নিয়ে খুশি তাঁরাও। এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রা রাতের দিকে শূন্যর কাছাকাছি নামছে। অতিরিক্ত ঠান্ডা এবং বর্ষশেষের আনন্দ উপভোগ করতে পর্যটকরাও ভিড় করেছেন। তবে দার্জিলিংয়ে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। দার্জিলিং আসার আগে সকলেই ঠান্ডার প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই নিয়ে এলে ভাল হয় বলে সতর্ক করছেন সফররত পর্যটকেরা।

আরও পড়ুন-অরুণাচল প্রদেশের সড়ক সুড়ঙ্গে থাকবে ক্ষেপণাস্ত্র মজুতের ব্যবস্থা

Latest article