মোদিরাজ্যে প্রথম মহিলা প্রধান বিচারপতি, মেয়াদ মাত্র ৯ দিন

বৃহস্পতিবার সকালে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সোনিয়া। রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান

Must read

প্রতিবেদন : কেন্দ্র ও সুপ্রিম কোর্টের দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই প্রথম মহিলা প্রধান বিচারপতি নিযুক্ত হলেন গুজরাতে। বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হলেও শেষমেশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের প্রস্তাব অনুযায়ী বিচারপতি নিয়োগে সিলমোহর দিয়েছে কেন্দ্র। শীর্ষ আদালতের কলেজিয়ামের সুপারিশ মেনেই গুজরাত প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে পেল সোনিয়া গোকানিকে। তবে আশ্চর্যজনক বিষয়, মোদিরাজ্য প্রথম মহিলা প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ মাত্র ৯ দিন।

আরও পড়ুন-পুলিশ সঠিক তদন্ত না করায় উত্তরপ্রদেশে থানার সামনে বিষপান গণধর্ষিতার

আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি অবসর নেবেন। উল্লেখ্য, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। আর সেকারণেই গুজরাতের প্রধান বিচারপতি হিসাবে হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি সোনিয়াজি গোকানিকে নিয়োগ করা হল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ ফেব্রুয়ারি বিচারপতি সোনিয়া গোকানির নাম সুপারিশ করে।
জেলা জজ হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর পর্যায়ক্রমে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন। ১৯৯৫ সালে জেলা জজ হয়েছিলেন। ২০১১ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে গুজরাত হাইকোর্টে যোগ দেন। ২০১৩ সালে তাঁকে স্থায়ী বিচারপতি করা হয়।

আরও পড়ুন-ব্লক সভাপতি দেবাশীষ এখনও থাকেন মাটির কাছাকাছি

বৃহস্পতিবার সকালে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সোনিয়া। রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। তবে এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সুপ্রিম কোর্টের অন্যতম মহিলা বিচারপতি বেলা এম ত্রিবেদীর।

Latest article