দার্জিলিং থেকে প্রথম মহিলা পাইলট, গর্বিত দার্জিলিংবাসী

তিনি ভারতীয় কমার্সিয়াল এয়ারক্রাফট পাইলটের লাইসেন্স পেয়ে গিয়েছেন। তিনি এ-৩২০ এয়ারক্রাফট টাইপ রেটিং ট্রেনিং শেষ করেছেন।

Must read

২৩ বছর বয়সী দার্জিলিংয়ের (Darjeeling) মেয়ে সাক্ষী প্রধান পাহাড়ের প্রথম বাসিন্দা যিনি প্রথম মহিলা পাইলট হলেন। তিনি দার্জিলিংয়ের ডিবি গিরি রোড এলাকার বাসিন্দা। ১৫ মার্চ গুরুগ্রামে ইন্ডিগো এয়ারলাইন্সের A-20 জুনিয়র ফার্স্ট অফিসার হিসাবে যোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-চলছে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো

তিনি প্রথম ইন্ডিগো ক্য়াডেট পাইটল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তিনি পাশ করেছিলেন। তিনি গ্রাউন্ড ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন নিউ দিল্লিতে। যদিও এরপর তিনি আমেরিকার ফোনিক্সে চলে যান। সেখানে তিনি এফএএ ও কমার্সিয়াল এয়ারক্রাফট পাইলট লাইসেন্স পান। ২০২০ সালে মাল্টি ইঞ্জিন ও ইনস্ট্রুমেন্ট রেটিং প্রোগ্রামে অংশ নেন তিনি।

তিনি ভারতীয় কমার্সিয়াল এয়ারক্রাফট পাইলটের লাইসেন্স পেয়ে গিয়েছেন। তিনি এ-৩২০ এয়ারক্রাফট টাইপ রেটিং ট্রেনিং শেষ করেছেন। আরব আমিরশাহীর আবু ধাবি থেকে তিনি ট্রেনিং নিয়েছেন।

আরও পড়ুন-পাঞ্জাবের বৈশাখী উৎসবে যাত্রাপথে দুর্ঘটনা, মৃত ৭

সাক্ষী ছোটবেলা থেকে দার্জিলিংয়ে পড়াশোনা করেছেন। দার্জিলিংয়ের বেথানি স্কুলে পড়তেন তিনি। এরপর দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুল থেকে তিনি আইসিএসই পাস করেন। তিনি শিলিগুড়িতে দিল্লি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। ২০১৮ সালে তিনি এআই এসএসসি তিনি পাস করেন। সাক্ষীর এই সাফল্যে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি ও গর্বিত তার পরিবার শ প্রতিবেশী। এলাকার প্রথম মহিলা পাইলট হিসাবে তিনি কমার্সিয়াল এয়ারক্রাফট পাইলট লাইসেন্স পেয়েছেন।

Latest article