টাইটানিকের ধ্বংসাবশেষের ১৬০০ ফুট দূরেই পাওয়া গিয়েছে ডুবোযান টাইটানের (Titan submersible) ধ্বংসাবশেষ। আমেরিকার উপকূলরক্ষা বাহিনী (US Coast Guard) এবং টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ‘ওশানগেট’ (OceanGate) বিবৃতি দিয়ে জানিয়ে দিল, টাইটানিকের মতো আটলান্টিক সাগরের গভীরেই সলিল সমাধি হল নিখোঁজ ডুবোযান টাইটানের। চালক-সহ চারজনকেই মৃত ঘোষণা করা হয়েছে। রোবটের মাধ্যমে টাইটানিকের থেকে প্রায় ১৬০০ ফুট দূরে মিলেছে ডুবোজাহাজের ধ্বংসাবশেষের। ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযান গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে নেমেছিল। লক্ষ্য ছিল টাইটানিক দর্শনের কিন্তু যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকেই নিখোঁজ হয়ে যায় টাইটান (Titan) । উপকূলরক্ষী এবং বিমানবাহিনীর সঙ্গে তল্লাশিতে নেমেছিল রোবটও। ক্লু ছিল এক শব্দ তাই শব্দতরঙ্গ যন্ত্রও বসানো হয়েছিল। কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। মনে করা হচ্ছে, দুর্ঘটনার সময় ডুবোযানটি (Titan submersible) ভিতরের দিকে দুমড়েমুচড়ে যাওয়ায় ভিতরে থাকা অভিযাত্রীদের মৃত্যু অবশ্যম্ভবী হয়ে পড়ে। আদৌ টাইটান বা অভিযাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আরও পড়ুন- পাটনায় লালু-নীতীশের সঙ্গে কথা, আজ বিরোধী জোটের বৈঠক