দাবা অলিম্পিয়াডে ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ

আসন্ন দাবা অলিম্পিয়াডে ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।

Must read

চেন্নাই : আসন্ন দাবা অলিম্পিয়াডে ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব পালন করবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। চেন্নাইয়ে আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১০ আগস্ট পর্যন্ত। আয়োজক হিসেবে ওপেন ক্যাটাগরি এবং মহিলা বিভাগে দু’টি করে দল নামানোর সুযোগ পেয়েছ ভারত। আনন্দ আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি দাবা অলিম্পিয়াডে খেলতে চান না।

আরও পড়ুন-আজ সামনে হার্দিকের গুজরাট টাইটান্স

বরং অন্য কোনওভাবে দলের সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী। এই প্রসঙ্গে আনন্দের বক্তব্য, ‘‘আমি এখন খুব বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না। কেরিয়ারে প্রচুর দাবা অলিম্পিয়াড খেলেছি। তাই আমার মনে হয়, তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। আমাদের দেশে প্রতিভাবান দাবাড়ুর সংখ্যা কম নেই। ওরা খেলুক। আমি বরং ওদের গাইড করব।’’

Latest article