ভোজ্যতেল নিয়ে পদক্ষেপ

Must read

নয়াদিল্লি : দেশে ভোজ্যতেলের (Edible Oil) মূল্যবৃদ্ধিতে রাশ টানতে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে (Shudhanshu Pandey)। তবে তিনি আরও জানিয়েছেন, এখনও দেশে চাহিদার ৫৫ শতাংশ ভোজ্য তেল আমদানি করা হচ্ছে। ২০২০-’২১ অর্থবর্ষে ভারতের ভোজ্য তেল (Edible Oil) আমদানির পরিমাণ ১৩১.৩ লক্ষ মেট্রিক টন। সচিব জানান, ভোজ্যতেল সংস্থাগুলিকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমানোর সুবিধা যেন ক্রেতাদের কাছে পৌঁছে দেয় তারা। বুধবার ভোজ্যতেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। বৈঠকে ভোজ্যতেল সংস্থাগুলিকে বলা হয়েছে, তারা যেন দ্রুত দাম কমায়।

আরও পড়ুন: বিজ্ঞানীর উদ্ভাবনে দূষিত প্লাস্টিকই পরম বন্ধু

Latest article