চাপে বরিস, ইস্তফা ঋষি সুনক-সহ পাঁচ মন্ত্রীর

Must read

প্রতিবেদন : বড় মাপের সংকট বরিস জনসন (UK PM Boris Johnson) মন্ত্রিসভায়। হঠাৎই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন পাঁচ মন্ত্রী। মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক। তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ (Sajid Javed)। দুই মন্ত্রীর পদত্যাগের ফলে বড় ধরনের সমস্যায় পড়ে বরিস সরকার (Boris Government)। কিন্তু মঙ্গলবারের ঘটনার রেশ কাটার আগেই বরিসের অস্বস্তি বাড়িয়ে বুধবার আরও তিন মন্ত্রী ইস্তফা দেন। তাঁদের মধ্যে আছেন পরিবার ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী উইল কুইন্স, পরিবহণ মন্ত্রী লরা ট্রট এবং অর্থ বিষয়ক মন্ত্রী জন গ্লেন (Jhon Glenn)। এর ফলে ২৪ ঘণ্টার মধ্যে জনসন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন ৫ মন্ত্রী। পরিস্থিতি যা, তাতে বরিস জনসনের (UK PM Boris Johnson) নেতৃত্বই প্রশ্নের মুখে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রীরা পদত্যাগ করলেও সরকারের কাজ বন্ধ হবে না। সবকিছু নিয়ম মেনেই চলবে। তবে বরিসের একদা বিশ্বস্ত ও প্রিয়পাত্র ঋষির পদত্যাগে ব্রিটেনের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাই ও ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak) তাঁর দক্ষতার কারণে ব্রিটেনে যথেষ্ট প্রশংসিত। করোনা পরিস্থিতি ও লকডাউনের মাঝেও দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে ঋষির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও ঋষির নাম নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ঋষি ট্যুইট করে তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন। ট্যুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর চিঠি।

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিয়ানা অঙ্কে সেরা

Latest article