চালু নতুন নিয়ম

Must read

বেআইনি টাকার (For Cash Diposits) লেনদেন রুখতে নতুন নিয়ম চালু করছে কেন্দ্র। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, কেউ যদি বছরে ২০ লাখ টাকার বেশি লেনদেন করতে চায় তাহলে তাঁকে তাঁর আধার ও প্যান কার্ডের সমস্ত তথ্য বিস্তারিত জানাতে হবে। এতদিন নিয়ম ছিল, কোনও ব্যক্তি যদি একদিনে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করেন তাহলে তাঁকে প্যান ও আধার কার্ডের তথ্য প্রদান করতে হত। কিন্তু সারা বছরের লেনদেনের উপর কোনও নির্দিষ্ট সীমারেখা ছিল না। এক বা একাধিক ব্যাঙ্ক থেকে বছরে ২০ লাখ টাকার (For Cash Diposits) বেশি লেনদেন করা হলেই ব্যাঙ্কের কাছে আধার, প্যান কার্ডের তথ্য জমা দিতে হবে। যাঁদের প্যান কার্ড নেই তাঁরা যদি প্রতিদিন ৫০ হাজার টাকার বেশি বা এক বছরে ২০ লক্ষ টাকার বেশি লেনদেন করতে চান তবে ওই লেনদেনের অন্তত ৭ দিন আগে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে।

আরও পড়ুন: রনিলকে ভোট দিলে খুনের হুমকি সাংসদদের

Latest article