বিদেশি পর্যটকেরাই টার্গেট রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে ৩,০০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরে বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বাংলা। জিতেছে রাষ্ট্রসংঘের পুরস্কার। বিধানসভায় আজ পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাষ্ট্রসংঘের মঞ্চে রাজ্যকে পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চায় বিদেশি পর্যটকরা বেশি করে রাজ্যে আসুক।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর চাপের কাছে নতিস্বীকার কেন্দ্রের

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতে ৩,০০০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, মাহেশ, ফুরফুরা শরিফ, তারকেশ্বরের মতো বিভিন্ন তীর্থ স্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সরকার পদক্ষেপ করেছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজমের প্রসার ঘটাতে সরকারের পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহলে সংযোগকারী ছ’টি রাস্তা নতুন করে তৈরি হয়েছে। অযোধ্যা পাহাড়ে রিসর্ট তৈরি হয়েছে। ঝালদা থেকে ঝাড়গ্রাম সর্বত্র পর্যটনের উন্নতি হয়েছে। জঙ্গলমহলে শান্তি ফিরেছে। উত্তরবঙ্গের পর্যটন এবং রাস্তাঘাট নিয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ১১ বছর আগে উত্তরবঙ্গে কিছুই ছিল না। এখন সেখানে সচিবালয় থেকে হেলিপ্যাড সবই তৈরি হয়েছে। একাধিক জায়গায় পর্যটকদের কটেজ তৈরি করা হয়েছে। সার্বিকভাবে উত্তরবঙ্গের পর্যটন ঢেলে সাজানো হচ্ছে।

Latest article