রেল দুর্ঘটনার তদন্তে নামল ফরেনসিক দল

সোমবার কলকাতার বেলগাছিয়ার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।

Must read

সংবাদদাতা, ময়নাগুড়ি : ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলে গেল ফরেনসিক টিম। সোমবার কলকাতার বেলগাছিয়ার ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার বলেন, ‘‘ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করার কাজ চলছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ জানানো হবে।”

আরও পড়ুন-বিজেপির প্ররোচনায় বন্ধ বাগান

এদিনই রেললাইন বসানোর কাজ শুরু হয়। সোমবার সকাল থেকে সারাদিন চলে রেললাইন বসানোর কাজ। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বিকানের থেকে গুয়াহাটি যাওয়ার পথে লাইনচ্যুত হয় আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। ট্রেনের অন্তত ১২টি বগি বেলাইন হয়ে যায়। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। পাশাপাশি তদন্ত করছে রাজ্য পুলিশও। সোমবার রাজ্য সরকারের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয়

Latest article