সংবাদদাতা, মহম্মদবাজার : প্রতিশ্রুতি মোতাবেক রাজ্য সরকারের নিয়োগপত্র দেওয়ার পরই ভারত জাকাত মাঝি পরগনা শিল্পের পক্ষে, রাজ্য সরকারের উন্নয়নের পক্ষে দাঁড়াল। ভূমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার বিপরীতে রামপুরহাট শালবাদরা এলাকার বাসিন্দা তথা ভারত জাকাত মাঝি পরগনার ঘসিরাম হেমব্রম শিল্পের পক্ষেই মত দিলেন। ঘসিরাম বলেন, যারা প্যাকেজে সন্তুষ্ট বা স্বেচ্ছায় জমি দিচ্ছে, তাদের পাশে থাকবে জাকাত মাঝি পরগনা। যারা স্বেচ্ছায় দেবে না, তাদের পক্ষেও থাকবে। কিন্তু যারা ইচ্ছুক, তাদের বাধা দেওয়া যাবে না, দু’পক্ষের লোক আমাদের লোক। ঘসিরামের এই বক্তব্য ফেসবুকে আপলোড করে মহাসভার ফেসবুক পেজ ‘সগুন দরম’ মাঝি পরগনার সমালোচনা করে। মাঝি পরগনার তরফে মহাসভার এই বক্তব্যকে নস্যাৎ করে বলা হয়, সবাই জানে, কারা আদিবাসীদের স্বার্থবিরোধী।
আরও পড়ুন-ডিজেলকে টপকে পেট্রোলকে ধরতে চলেছে কেরোসিন
উল্লেখ্য, দেউচা পাঁচামিতে দুটি কোল ব্লক। একটি হরিণশিঙা-দেওয়ানগঞ্জ, অন্যটি দেউচা পাঁচামি। হরিণশিঙা-দেওয়ানগঞ্জ বারোমেসিয়া এলাকার পঞ্চাশ শতাংশের বেশি জমি সরকার পেয়েছে। প্রায় ছশো জন আর্থিক ক্ষতিপূরণে প্যাকেজ অনুযায়ী চেক পেয়েছেন। শুক্রবার তিনশোজন জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার পর খুশির হাওয়া এলাকায়। প্রতিশ্রুতিমতো হাতে নিয়োগপত্র পেয়ে তালবাঁধের সোনালি হাঁসদা, রাম টুডু, দেওয়ানগঞ্জের করোলা টুডু, হরিণশিঙার লক্ষ্মীনারায়ণ কিসকু ও প্রসেনজিৎ মুর্মুরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন