ডিজেলকে টপকে পেট্রোলকে ধরতে চলেছে কেরোসিন

গ্যাসের দাম বাড়ায় অনেকেই স্টোভ ব্যবহার করছিলেন। এবার কেরোসিন দুর্মূল্য হওয়ায় কয়লা-ঘুঁটের উনুনে ফিরছেন। চাষের কাজেও কেরোসিন লাগে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : পেট্রোল, ডিজেল, ভোজ্যতেল, রান্নার গ্যাস ও  রাসায়নিক সার অগ্নিমূল্য হওয়ায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও হতদরিদ্র মানুষজনের নাভিশ্বাস উঠেছে। গোদের উপর বিষফোড়ার মতো কেন্দ্রের বিজেপি সরকারের কোপে আমজনতার জন্য বরাদ্দ রেশনের গম আর কেরোসিন। জুন থেকেই রেশনে কেরোসিনের দর লিটারে এক ধাক্কায় বেড়েছিল ১৮ টাকার কাছাকাছি। কিছুদিন আগে যে কেরোসিন ৬৪ টাকা লিটার ছিল জুনে তা ৮২ টাকা। তা এখন সেঞ্চুরি পার! টপকে গেল ডিজেলকেও।

আরও পড়ুন-শঙ্করপুরে মৎস্যচাষী দিবস পালন

দর যেভাবে বাড়ছে, তাতে ১০৬ টাকা লিটার পেট্রোলকেও ছাপিয়ে যাবে। রেশনের কেরোসিন গরিবদের অন্যতম সহায়, বিশেষত গ্রামাঞ্চলে। দাম বাড়ায় মোদি সরকারের উপর ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন, ‘আমরা এর আগেও পেট্রোপণ্য-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে আন্দোলন করেছি। এবারও করছি। একটা সরকার কতখানি অমানবিক হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হল বর্তমান কেন্দ্রীয় সরকার।’

আরও পড়ুন-চপ-শিঙাড়া বিক্রি সঙ্গে জনসংযোগ

গ্যাসের দাম বাড়ায় অনেকেই স্টোভ ব্যবহার করছিলেন। এবার কেরোসিন দুর্মূল্য হওয়ায় কয়লা-ঘুঁটের উনুনে ফিরছেন। চাষের কাজেও কেরোসিন লাগে। তাঁরাও সমস্যায়। উজ্জ্বলা গ্যাসের ভর্তুকির সিদ্ধান্তকেও কটাক্ষ করে রবীন্দ্রনাথ বলেন, আমানবিক কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২১ জুলাইয়ের সভাকে বেছে নেবেন সাধারণ মানুষ।

Latest article