প্রতিবেদন : কাশ্মীরি শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো থেকে বিরত রাখতেই তাঁকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বৃহস্পতিবার পিডিপি নেত্রী (Mehbooba Mufti) ট্যুইটে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। মেহবুবা বলেছেন, তিনি যাতে শহিদদের শ্রদ্ধা জানাতে যেতে না পারেন তাই তাঁকে গৃহবন্দি করা হয়েছে। আমরা আমাদের ইতিহাস বিকৃত করতে বা সত্যিকারের বীরদের ভুলে যেতে দেব না। তাঁর ওই ট্যুইটের পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেহবুবাকে সমর্থন করেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (MP Derek o’brien)। তিনি ট্যুইট করেছেন, আপনি ভাল লড়াই করছেন। লড়াই চালিয়ে যান।
আরও পড়ুন- বাইডেনের বেফাঁস মন্তব্যে ফের বিতর্ক