বাইডেনের বেফাঁস মন্তব্যে ফের বিতর্ক

সম্প্রতি ইউক্রেনের নাগরিকদের ‘ইরানি’ বলে একদফা বেকায়দায় পড়েছেন তিনি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকেও ভুল নামে সম্বোধন করলেন তিনি।

Must read

প্রতিবেদন : বেশ কিছুদিন ধরেই একের পর অসংলগ্ন কাজ করে হাসির খোরাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভুলভাল মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি ইউক্রেনের নাগরিকদের ‘ইরানি’ বলে একদফা বেকায়দায় পড়েছেন তিনি। এবার ইউক্রেনের প্রেসিডেন্টকেও ভুল নামে সম্বোধন করলেন তিনি।

আরও পড়ুন-প্রিগোজিন সম্ভবত বেঁচে নেই, দাবি প্রাক্তন মার্কিন সেনাকর্তার

মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে ‘ভ্লাদিমির’ বলে সম্বোধন করে নতুন বিতর্কে জড়ালেন তিনি।
ন্যাটোর সম্মেলনে সাংবাদিক বৈঠকে আচমকাই ইউক্রেনের প্রেসিডেন্টের ভুল নাম বলে ফেলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর বার্ষিক সম্মেলন চলছে।

আরও পড়ুন-মেসির মুখে ফের অবসরের ইঙ্গিত

অতি জরুরি এই বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্টের নামই বদলে দিলেন বাইডেন। জানা গিয়েছে, রাশিয়ার রাষ্ট্রপ্রধানের নাম দিয়ে তিনি ইউক্রেন প্রেসিডেন্টকে সম্বোধন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন শুরু করেন, আমি আর ভ্লাদিমির…। তবে নিজের ভুল দ্রুত বুঝতে পেরে থেমে যান তিনি। ভুল সংশোধন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যখন ইউক্রেনে গিয়েছিলাম সেসময় মিস্টার জেলেনস্কির সঙ্গে আমার কথা হয়েছে। তার পরেও আমাদের দেখা হয়েছে।

Latest article