গোয়া তৃণমূল কংগ্রেসে যোগদান প্রাক্তন ফুটবলার-বক্সারের

Must read

উত্তর-পূর্বের ত্রিপুরা অসম, মেঘালয়ের পাশাপাশি দ্বীপরাজ্য গোয়াতেও নিজেদের প্রভাব বিস্তার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়ে তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় গোয়া পৌঁছেছেন। তারও আগে দ্বীপরাজ্য চষে ফেলেছে প্রশান্ত কিশোরের আইপ্যাকের সদস্যরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিনের মধ্যেই সেখানে যাবেন বলে খবর।

আরও পড়ুন-আরামবাগে মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলায় বৈঠক নবান্নেও

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফালেরিও সহ ১০ জন প্রথমসারির নেতা কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন। লুইজিনহ গোয়ার ২ বারের মুখ্যমন্ত্রী এবং ৭ বারের বিধায়ক।

এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো এবং প্রাক্তন বক্সার লেনি দা গামা। আজ, শনিবার গোয়ায় একটি যোগদান অনুষ্ঠানে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন গোয়ার এই দুই জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব।

আরও পড়ুন-চিকিৎসক হয়ে সমাজসেবাই লক্ষ্য

তৃণমূলে নাম লিখিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন দুই ক্রীড়াবিদ। ফ্রাঙ্কো ২০২২ গোয়া বিধানসভা ভোটে লড়তেও আগ্রহী। আর লামা গোয়ায় খেলাধুলা নিয়ে কংগ্রেস ও বিজেপির উদাসীনতার জন্য নাম লেখাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। তাঁরা মনে করছেন, বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর রাজ্যে খেলাধুলার প্রসার ও মান উন্নয়ন করেছেন, ক্লাবগুলির দিকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে তৃণমূল নেত্রীর হাত ধরেই গোয়ায় খেলাধুলার বিকাশ ঘটবে।

Latest article