মানস দাস, মালদহ : আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মানবিক উদ্যোগ নিতে এগিয়ে এল মালদহ জেলা পুলিশ। তাদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে ছাত্রছাত্রীদের আইপিএস, আইএএস, ডব্লুবিসিএস-সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ মিলবে অনলাইনে।
আরও পড়ুন-ভাতায় প্রাণ বহুরূপী শিল্পে
প্রত্যন্ত চাঁচল, গাজোল, রতুয়া, হরিশচন্দ্রপুর, হবিবপুর, বামনগোলা, মানিকচক, কালিয়াচকের বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা আর্থিক সংকটের কারণে শহরে এসে সরাসরি পড়াশোনা করতে পারেন না। পুলিশের এই উদ্যোগে তাঁদের সমস্যা কাটবে। বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
আরও পড়ুন-কিক বক্সিংয়ে দ্বিতীয় বাংলার মেয়ে শিপ্রা
অনলাইন প্রশিক্ষণ শিবিরে জেলার দুঃস্থ ও প্রতিভাবান ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫০ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁরাই অনলাইন প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন। সপ্তাহে দু’দিন ক্লাস। কোর্সের মেয়াদ দু’বছর। প্রতি বছর নতুন করে মেধাবী ছাত্রছাত্রীদের চিহ্নিত করবে জেলা পুলিশ। সেই তালিকা অনুসারে মিলবে প্রশিক্ষণ শিবিরে যোগদানের ছাড়পত্র। জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছে শিক্ষামহল। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।