বইমেলার বন্ধু

৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ শেষদিন। অগণিত মানুষের সমাগম হয়েছে এবার। বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ। আশা করা যায়, রবিবাসরীয় মেলা জনসমুদ্রের চেহারা নেবে। বিখ্যাত ব্যক্তিদের পাশাপাশি মেলায় এসেছেন বহু সাধারণ মানুষ। মনে পড়ছে এমন কয়েকজন বইপ্রেমীর কথা, যাঁরা নিজগুণে হয়ে গেছেন বইমেলার অঙ্গ, প্রকৃত বন্ধু। তাঁদের ছাড়া এতবড় আয়োজন যেন অসম্পূর্ণ। বইমেলা প্রাঙ্গণ ঘুরে লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

কলকাতা বইমেলা সকলের। যতটা বিখ্যাত মানুষের, ততটাই সাধারণের। ভিড়ের মধ্যে মিশে প্রত্যেকেই এক হয়ে যান। কিন্তু পুরোপুরি এক হন কি? হাজার মানুষের ভিড়ে মিশে গেলেও, বিখ্যাতদের চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। নামী কবি, সাহিত্যিক, প্রকাশক, সম্পাদক, অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী আশ্চর্য আলো ছড়িয়ে জনসাধারণকে নিজেদের দিকে ঠিক টেনে নিয়ে যান। এমনই তাঁদের ক্যারিশমা।

আরও পড়ুন-পিতা নোহসি

সাধারণরা শুধুই দেখে যান। দূর থেকে। সেলফি আবদার মিটলে আহ্লাদিত হন। হয়ে যান ধন্য। অথচ এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকেন কত অসাধারণ মানুষ, কেউ কি খবর রেখেছি? হয়তো তাঁদের মুখে আলো পড়ে না। তাতে কী? এঁদের কেউ কেউ নিজগুণে হয়ে উঠেছেন বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ। কেউ আছেন, কেউ নেই। মেলার মাঠে পা রাখলেই মনে পড়ে এঁদের কথা। এক স্টল থেকে আরেক স্টলে যেতে যেতে এঁদের কারো কারো সঙ্গে দেখা হয়ে যায়। নিঃস্বার্থভাবে ভালবাসেন বইমেলাকে। বলা যায়, এঁরা বইমেলার বন্ধু। এমন বইমেলার বন্ধুর সংখ্যা নেহাত কম নয়। মনে করা যাক কয়েকজনের কথা।

Latest article