প্রতিবেদন : এবার থেকে প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনও অস্বচ্ছতা থাকবে না বলে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল (Gautam Paul) জানিয়েছেন। বুধবার বিধাননগরের আচার্য সদনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বলেন, প্রার্থীদের কাছে কোনও কিছু লুকানো হবে না। প্রত্যেকের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হবে। স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করাই তাঁর লক্ষ্য বলে গৌতমবাবু জানিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল (Gautam Paul) জানান, ‘আমি সবকিছু স্বচ্ছতার সঙ্গে করব। এই বোর্ডের অধীনে অনেক শিক্ষক যুক্ত, অনেক স্কুল যুক্ত। যদি কোনও অস্পষ্ট, অস্বচ্ছ বাতাবরণ তৈরি হয়ে থাকে, আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি, কথা দিচ্ছি স্বচ্ছতা থাকবে। সেই অস্পষ্টতা দূর করার দায়িত্ব আমি নিলাম। আগামী দিনে সব স্বচ্ছ করে করব। যাঁরা টেট পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবে, তাঁদের বলি কোনও কিছু লুকাব না। বোর্ড মেম্বারদের মতামত নেব, কোনও কিছু সিদ্ধান্ত নেওয়ার হলে, একা নেব না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাব। আগামী দিনে চেষ্টা করব চাকরি-প্রার্থীদের কোনও প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার। প্রতি বছর টেট হবে। নির্দিষ্ট সময়ে মেধাতালিকা বের হবে।’ উল্লেখ্য, গতকালই টেট দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে সরিয়ে তাঁর জায়গায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: অসাধারণ! চমক রাজ্যের স্মার্ট স্কুলে