আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। ঠিক তার আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রত্যাগমন গৌতম গম্ভীরের। নিলামের আগে গম্ভীরের মস্তিষ্ককে কাজে লাগবে কেকেআরের। অধিনায়ক হিসাবে কেকেআরের হয়েই হয়ে আইপিএল জিতেছিলেন গৌতম। এবার নাইট শিবিরে তাঁকে মেন্টর হিসাবে নিয়ে এলেন শাহরুখ খান। নতুন দায়িত্ব পেলেন দারুণ খুশি গম্ভীর (Gautam Gambhir)।
গম্ভীরের (Gautam Gambhir) প্রত্যাগম প্রসঙ্গে শাহরুখ খান বলেন, “গৌতম গম্ভীর কেকেআরের সদস্য ছিল। এবার ও অধিনায়ক থেকে মেন্টর হল। আমরা গম্ভীরের অভাব বোধ করছিলাম। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য উন্মুখ। ওরা হারতে জানে না। ওরা ম্যাজিক তৈরি করবে কেকেআরের জন্য।”
কলকাতা শিবিরে আমার গম্ভীর। তিনি এ বিষয়ে জানালেন, “আমি দারুণ খুশি। আমি শুধু কেকেআরে না, আমি কলকাতায় ফিরছি। জয়ের খিদে নিয়ে ফিরছি” ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তখন অধিনায়ক ছিলেন গৌতম। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। গত সিজনে তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। তবে এতদিন কলকাতা শিবিরের কোনও মেন্টর ছিল না। এবার মেন্টর হয়ে দলে এলেন গম্ভীর।
আরও পড়ুন-তিনগুণ কর্মসংস্থান আগামী ৩ বছরেই : টিভিএস চেয়ারম্যান