বেঙ্গালুরু ঈদগাহ ময়দানে গণেশ চতুর্থী উদযাপন নিষিদ্ধ, রায় সুপ্রিম কোর্টের

কিন্তু এই সব কিছুর পর কর্নাটক সরকার সেখানে গণেশ চতুর্থী উদযাপন করার অনুমতি দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কর্নাটক হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিল

Must read

সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার বেঙ্গালুরু ঈদগাহ ময়দান মামলায় গনেশ চাটুতি বন্ধ রাখার পক্ষে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন গণেশ চতুর্থী উদযাপন ঈদগাহের মাঠে করা যাবে না। এর আগে, সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, কর্নাটক সরকার বেঙ্গালুরু ঈদগাহ মাঠটি বুধবার এবং বৃহস্পতিবার – এই দুই দিনের জন্য গণেশ উৎসবের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে। কর্নাটক ওয়াকফ বোর্ড মাঠে গণেশ চতুর্থী উৎসবের সেই অনুমতি দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।কর্নাটক হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে একটি আবেদনের শুনানি করতে গিয়ে স্থগিতাদেশের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন-মথুরা রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া শিশু স্থানীয় বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার

এই মামলায় বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার দুই বিচারপতির বেঞ্চ তিন বিচারপতির বেঞ্চের কাছে বিষয়টি পাঠিয়ে জানায়, ‘বিচারপতিদের মধ্যে মতপার্থক্য রয়েছে।’

আরও পড়ুন-দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দিল্লি, কেন্দ্রের রিপোর্ট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গত ২৫ শে আগস্ট, কর্নাটক হাইকোর্টের একটি একক বেঞ্চ বলেছিল যে জমিটি কেবল একটি খেলার মাঠ হিসাবে এবং সরকার বা বিবিএমপি দ্বারা স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য ব্যবহার করা যেতে পারে। মুসলিম সম্প্রদায় উভয় ঈদে নামাজ আদায় করতে পারবে। কিন্তু তার ঠিক একদিন পর ডিভিশন বেঞ্চ আপিলের আদেশ পরিবর্তন করে এবং সরকারকে জমি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেয়। কিন্তু এই সব কিছুর পর কর্নাটক সরকার সেখানে গণেশ চতুর্থী উদযাপন করার অনুমতি দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কর্নাটক হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিল।

 

Latest article