৬ মাস পরে গণধর্ষণের নালিশ, দ্রুত ধৃত ৫

Must read

সংবাদদাতা, বোলপুর : বোলপুরে (Bolpur) নাবালিকাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ পাওয়া মাত্র তৎপর পুলিশ প্রশাসন। নির্যাতিতা ছাত্রীর মায়ের অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে। আদালতে পেশ করা হলে, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ফের ১১ মে আদালতে তোলা হবে। জানা গিয়েছে, অশালীন ভিডিও দেখিয়ে নাবালিকাকে একাধিকবার গণধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ছয় মাস আগের। কিন্তু ওই আদিবাসী পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। শেষমেশ নির্যাতিতার মায়ের অভিযোগ পেয়েই পাঁচজনকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ (Bolpur Police Station)। ধৃতেরা হল মঞ্জু শেখ, গোপাল দাস, রাজকুমার লোহার–সহ আরও দু’জন। এরাই নাবালিকাকে ধর্ষণ (Gangrape) করে তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। শনিবার রাত দশটা নাগাদ নিগৃহীতার মা বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: বালি ও মাটি চুরি রুখতে অভিযান, গ্রেফতার সাত

Latest article