বগটুই–কাণ্ড: মৃত্যু আরও একজনের

Must read

সংবাদদাতা, রামপুরহাট : বগটুই–কাণ্ডে (Bagtui Violence) আরও একজনের মৃত্যু। নাম আতাহারা বিবি, বয়স ৫০। শেখলাল শেখের স্ত্রী নাজিমা বিবির পর আতাহারা দ্বিতীয়জন, যাঁর হাসপাতালে মৃত্যু হল। ২২ মার্চ রাত ১২টা‌৫২ মিনিটে অগ্নিদগ্ধ অবস্থায় ওঁকে ভর্তি করেছিলেন মেয়ে হাসি খাতুন (Hasi khatun)। ২১ মার্চ বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর নিহতের অনুগামীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। তার জেরে সোনা শেখের ছেলে সঞ্জুর বাড়িতে আটজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। কয়েকদিন পর শেখলালের স্ত্রী নাজিমার মৃত্যু হয় হাসপাতালে। দীর্ঘদিন লড়াই চালিয়ে রবিবার ভোর তিনটে নাগাদ মারা গেলেন মিহিলাল ও শেখলালের বড় ভাই প্রয়াত মিনারুলের স্ত্রী আতাহারা। এই নিয়ে দশজনের মৃত্যু হল বগটুই–কাণ্ডে (Bagtui Violence)। এদিন মিহিলাল জানান, বউদিকে একদিনের জন্য বাড়ি আনা হয়েছিল। তারপর ফের হাসপাতালে ভর্তি করা হয়। কোমরের নিচ থেকে গোটাটাই পুড়ে যায়। তিনি ধৃত আনারুল হোসেনের ফাঁসির দাবি করেন। এদিন মিহিলালকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই (CBI)।

আরও পড়ুন: ৬ মাস পরে গণধর্ষণের নালিশ, দ্রুত ধৃত ৫

Latest article