শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে গ্র্যান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে আলোচনায় গৌতম দেব

গ্র্যান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়া শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

Must read

গ্র্যান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়া শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।এই আলোচনায় মূল বিষয়টি উঠে আসে যে দাবার একাডেমি হচ্ছে,কিন্তু এর জন‍্য পর্যাপ্ত পরিকাঠামো ও প্রস্তাব দিতে বলা হয়েছে। দিব্যেন্দু বড়ুয়া আলোচনা শেষে সংবাদ মাধ‍্যমকে জানান ইদানিং উত্তরবঙ্গে অনেক উর্তি দাবারু উঠে আসছে। তাই এখানে একটি আধুনিক মানের একাডেমি হলে খেলোয়াড়দের অনেক সুবিধা হবে এবং অনেক নিত‍্য নুতন শিখতে পারবে।

আরও পড়ুন-পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

দাবা বিষয়ক আলোচনার শেষে মেয়র গৌতম দেবের জানান,’পুরনিগম মানে এটা নয় যে ইট বালু পাথরের কাজ বা নানান পরিষেবা।এই সব কাজের পাশাপাশি খেলাধুলার প্রসার বিস্তার করাও আমাদের লক্ষ্য।তাই আমি দিব্যেন্দুবাবুকে বলেছি আমাকে লিখিত প্রস্তাব দিন এবং খুব তাড়াতাড়ি স্থান চিহ্নিত করে একাডেমি তৈরী করা হবে।আমরা কাজ ফেলে রাখতে অভ‍্যস্ত নই।’

Latest article