হারের ভয়ে বিরোধীরা ভোটেই অংশ নিল না, ঝালদায় পুর বোর্ড তৃণমূলের

ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস পাঁচটি করে আসন পেয়েছিল। অন্য দুটি আসন পেয়েছিল নির্দলরা।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : সংখ্যাগরিষ্ঠতা ছিলই। স্বাভাবিকভাবেই মঙ্গলবার ঝালদা পুরসভায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান হলেন ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সুরেশ আগরওয়াল, উপপ্রধান ৫ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সুদীপ কর্মকার। এদিন কড়া নিরাপত্তায় পুর বোর্ড গঠিত হয়। বিরোধীরা পরাজয় নিশ্চিত জেনে বোর্ড গঠনে অংশগ্রহণই করেনি।

আরও পড়ুন-শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে গ্র্যান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে আলোচনায় গৌতম দেব

ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস পাঁচটি করে আসন পেয়েছিল। অন্য দুটি আসন পেয়েছিল নির্দলরা। ভোটের ফলাফল ঘোষণার দিনই এক নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে তৃণমূল কংগ্রেসের আসন বেড়ে হয় ছয়। অপর নির্দল কাউন্সিলরও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন বলে ঘোষণা করেন। ফলে বোর্ড গঠনে তৃণমূলের জয় নিশ্চিত ছিল। কিন্তু এই সময় শহরের এক কংগ্রেস কাউন্সিলর খুন হয়ে যাওয়ায় মানবিকতার খাতিরে বোর্ড গঠন স্থগিত করে দেয় প্রশাসন। পরে দিন ঠিক করা হয়।

আরও পড়ুন-পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, প্রশাসন বোর্ড গঠনের দিন ঠিক করেছিল। নির্বাচনের পর বোর্ড গঠনে বিলম্ব হলে শহরে উন্নয়নের কাজ থমকে যেত। যা কিছুতেই কাম্য নয়। পুরপ্রধান বলেন, আমরা বিরোধীদের বোর্ড গঠনে অংশগ্রহণ করতে বলেছিলাম। হারের ভয়েই ওরা পিছিয়ে গিয়েছে।

Latest article