১৪৪ ধারা ভেঙে তাণ্ডব কংগ্রেসের

রাজনৈতিকভাবে দেউলিয়া কংগ্রেস খুন নিয়ে রাজনীতি করার পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত বোর্ড নিয়েও জেলাকে অশান্ত করে তুলতে চেষ্টা করছে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : রাজনৈতিকভাবে দেউলিয়া কংগ্রেস খুন নিয়ে রাজনীতি করার পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত বোর্ড নিয়েও জেলাকে অশান্ত করে তুলতে চেষ্টা করছে। মঙ্গলবার মিছিল করে শহর জুড়ে তাণ্ডব চালাল। তাদের হাত থেকে রেহাই পেলেন না, মহিলা পুলিশকর্মীও। তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হল। ঝালদা পুর বোর্ড গঠনের জন্য মঙ্গলবার শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। তা উপেক্ষা করে বিশাল মিছিল নিয়ে দাপিয়ে বেড়াল কংগ্রেস। ওদের কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে ঝালদার মানুষ অবাক। প্রশ্ন উঠেছে, ওদের দাবিমতো কাউন্সিলর খুনে সিবিআই তদন্ত হচ্ছে। তাহলেও অশান্তি সৃষ্টির চেষ্টা কেন!

আরও পড়ুন-হারের ভয়ে বিরোধীরা ভোটেই অংশ নিল না, ঝালদায় পুর বোর্ড তৃণমূলের

মঙ্গলবার পুর বোর্ড গঠনের দিন ছিল। ডাক পেয়েছিলেন সব কাউন্সিলর। কংগ্রেসের চার কাউন্সিলর পুরসভায় গিয়ে শপথ নেওয়ার পরই সভাকক্ষ ছেড়ে বেরিয়ে এসে তাণ্ডব শুরু করেন।
তৃণমূল কংগ্রেসের ঝালদা শহর সভাপতি দেবাশিস সেন বলেন, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার কিনারা করে দিয়েছিল সিট। তবু ওরা সিবিআই চাইল। সিবিআই চলেও এসেছে। তবু নতুন করে অশান্তি বাধাচ্ছে কেন, বোধগম্য নয়। জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত জানান, তাঁরা আগামিকাল ১২ ঘণ্টার ঝালদা বন্‌ধেরও ডাক দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ দল বোর্ড গড়বে। তাহলে কালা দিবস কেন, তার জবাব তিনি দেননি।

আরও পড়ুন-শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে গ্র্যান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে আলোচনায় গৌতম দেব

এদিন কংগ্রেস অশান্তিতে প্ররোচনা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ফাঁদে পা দেয়নি। জেলার এক পুলিশকর্তা বলেন, ওরা তপন কান্দু হত্যার ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছিল। পেয়েছে। তাহলে কি সিবিআইয়ের উপরেও ওদের ভরসা নেই!

Latest article