প্রতিবেদন : কাঁথিতে শুভেন্দু অধিকারীর (Get Well Soon Suvendu) বাড়িতে গোলাপ ফুল-গ্রিটিংস কার্ড দিয়ে এল দলের ছাত্র-যুবরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দুর বাড়িতে গিয়ে ছাত্র-যুবরা বলে এল ‘গেট ওয়েল সুন’।
শুভেন্দু অধিকারী অভিষেক ফোবিয়ায় আক্রান্ত। শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রের জন্মদিন নিয়েও কুৎসা করতে ছাড়েননি। তিনি মানসিকভাবে সুস্থ নন। তাঁর সুস্থতা কামনায় তাঁকে ‘গেট ওয়েল সুন’ কার্ড ও ফুল পাঠানো দরকার। এই সিদ্ধান্ত গতকালই নিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই মোতাবেক সোমবার আবেদ আলি খান, শতদল বেরা, প্রসেনজিৎ দে-র নেতৃত্বে কাঁথি শহরের করকুলিতে বিরোধী দলনেতার বাড়ি শান্তিকুঞ্জে ফুল ও গ্রিটিংস কার্ড পৌঁছে দিতে যান পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও যুবরা। কলকাতা থেকে যান যুবনেতা শান্তি কুণ্ডু সহ একঝাঁক যুব তৃণমূল কর্মী। কিন্তু তাঁদের অহিংস ‘গান্ধীগিরি’র ওপর হামলা চালাল কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা।
আরও পড়ুন-মোদির ভারতের নিয়ম হল জ্ঞানের প্রদীপ নিভিয়ে চল
শান্তিকুঞ্জের প্রায় ৫০ মিটার দূরে ছাত্র-যুবদের আটকে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী গাজোয়ারি করতে থাকে। এতে রাস্তায় বসে পড়েন ছাত্ররা। বিকেলে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বেও কর্মী-সমর্থকেরা শান্তিকুঞ্জে গিয়ে কার্ড দিয়ে আসেন। গ্রিটিংস কার্ডের উপর ছিল গোলাপ ফুল আঁকা। উপরে লেখা ‘গেট ওয়েল সুন’ শুভেন্দু (Get Well Soon Suvendu)। আর ফুলের নিচে লেখা ‘ফ্রম দাদা’। রঙিন কার্ডের উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। নিচে লেখা, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শুধু বিরোধী দলনেতার বাড়িতেই নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত জেলাতেই তৃণমূল যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে এই ‘গেট ওয়েল সুন’ কর্মসূচি চলে।