‘বার্থ ডে বয়’ মনোজেই ভরসা, বাংলার সামনে আজ মহারাষ্ট্র

Must read

প্রতিবেদন : মঙ্গলবার চাপের ম্যাচ মহারাষ্ট্রের সঙ্গে। কিন্তু তার আগেরদিন বার্থ ডে বয় মনোজ তিওয়ারিকে (Player Manoj Tiwary) নিয়ে হাল্কা সময় কাটালেন বঙ্গ ক্রিকেটাররা। অনেকেই কেক পাঠিয়েছিলেন মনোজকে। এরমধ্যে তাঁর স্ত্রীও রয়েছেন। প্র্যাকটিস থেকে ফিরে বিকেলে টিম হোটেলে সেই কেক কাটা হল। অভিমন্যু-শাহবাজরা সবাই মনোজকে শুভেচ্ছা জানান। তাঁকে ট্যুইটে শুভেচ্ছা জানান কোচ লক্ষ্মীরতন শুক্লাও। জন্মদিনে মনোজের (Player Manoj Tiwary) কাছে আর একটা বড় ইনিংস চায় দল। মনোজ অবশ্য জন্মদিনেও জেএসসিএ মাঠে সকালে জমিয়ে প্র্যাকটিস করেছেন। মিজোরামকে আগের ম্যাচে হারালেও বিজয় হাজারে ট্রফিতে বাংলাকে অস্বস্তিতে ফেলেছে মুম্বই ম্যাচের হার। যা নিয়ে রাঁচি থেকে সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, ‘‘আমরা খারাপ খেলেছি, ঠিক আছে। কিন্তু একদিনের ম্যাচে টস খেলার ভাগ্য ঠিক করে দিচ্ছে এটা ঠিক নয়। সাদা বলের ক্রিকেটে এরকম উইকেট হওয়া অনুচিত যেখানে টসই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।” তবে মুম্বইয়ের কাছে হেরেও বাংলা এখন তাদের সঙ্গে সমান-সমান অবস্থায় রয়েছে। যেহেতু মুম্বইও একটি ম্যাচে হেরে গিয়েছে গ্রুপের খেলাতেই। তবু মঙ্গলবারের ম্যাচ অভিমন্যুদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-মোদির ভারতের নিয়ম হল জ্ঞানের প্রদীপ নিভিয়ে চল

Latest article