প্রতিবেদন : সুদর্শন ক্রিকেটার ছিলেন তিনি। এমএল জয়সীমার স্টাইলে কলার তুলে মাঠে নামতেন। অমিতাভ বচ্চন তখন কেরিয়ারের মধ্যগগনে। ক্রিকেট ভক্তরা অমিতাভের সঙ্গে মিল খুঁজে পেতেন কারসন ঘাউড়ির। সত্তরের দশকের স্টাইলিশ ক্রিকেটার এখন সত্তরের ঘরে পা দিয়ে নতুন দায়িত্বে। দেশের মাঠে বিশ্বকাপ করার মতো গুরু দায়িত্ব ঘাউরির কাঁধে।
আরও পড়ুন-দুবাইয়ে শেষ টুর্নামেন্টে সানিয়ার জুটি ম্যাডিসন
৩৯ টেস্টে ১০৯টি উইকেট নিয়েছেন প্রাক্তন বাঁহাতি পেসার। মুম্বইয়ের হয়ে রঞ্জি জিতেছেন। ২০১৯-এ রঞ্জি জয়ী সৌরাষ্ট্রের কোচ ছিলেন। সেই ঘাউরি বর্তমানে শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের বিশ্বকাপের আসর। মুম্বই থেকে প্রাক্তন বাঁহাতি ফোনে বললেন, ‘‘খুব ব্যস্ত বুঝলেন। বড় টুর্নামেন্ট করছি আমরা। দেশের মাঠে সফল টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর আমরা।”
আরও পড়ুন-মালদহে প্রথম ফুলবাগিচায় উন্মুক্ত পাঠাগার ‘বইবাগান’
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট উন্নয়ন কমিটির দায়িত্বে ছিলেন একসময়। সেই অভিজ্ঞতা কাজে লাগছে এখন। ঘাউরি বলছিলেন, ১৩টি দেশের প্রতিবন্ধী দলকে নিয়ে বিশ্বকাপ হবে ভারতের। অংশ নেবে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নিউজিল্যান্ডের মতো দল। বড় মাপের একটা টুর্নামেন্টই করতে চলেছেন তাঁরা।
আরও পড়ুন-মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপির আইটি সেল
এখনও পর্যন্ত ঠিক আছে দেশের তিনটি ভেনুতে খেলাগুলো হবে। এই তিনটি ভেনু হল মুম্বই, দিল্লি ও আমেদাবাদ। এই মুহূর্তে দেশের সব নামী ভেনুতে খেলা ছড়িয়ে দিতে না পারলেও ভবিষ্যতে সেই ভাবনাও রয়েছে প্রাক্তন পেসারের মাথায়।
ঘাউরি অবশ্য এই ক’দিন মুম্বইয়ের বাড়িতে বসে চোখ রাখলেন বাংলা-সৌরাষ্ট্র রঞ্জি ম্যাচের উপর। দুটো দলকেই কোচিং করিয়েছেন তিনি। দুটোই তাঁর দল। ‘‘আমার নজর ছিল খেলার উপর।” বলছিলেন তিনি।