হার্দিক জানে কী করতে হবে : ম্যাকগ্রা

Must read

বেঙ্গালুরু : গত বছর টি-২০ বিশ্বকাপের পর থেকে চোট-আঘাতের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন। এবার আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন ঘটিয়েই চমক দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন করেছেন গুজরাট টাইটান্সকে। নেতৃত্বগুণে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের। ভারতীয় অলরাউন্ডারের নেতৃত্ব প্রভাবিত করেছে নির্বাচকদেরও। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিকের কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছেন জাতীয় নির্বাচকরা। হার্দিকের গুণমুগ্ধদের তালিকায় এবার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার মনে করেন, হার্দিককে (Hardik Pandya) বলে দেওয়ার দরকার নেই কখন কী করতে হবে।

আরও পড়ুন: রাজ্যবাসীকে ‘জলে ডুবিয়ে’ ত্রিপুরার ভোট প্রচারে অসমের মুখ্যমন্ত্রী

আইপিএলে এবার হার্দিকের নেতৃত্ব এবং পারফরম্যান্স দেখে মুগ্ধ ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার (Glenn McGrath) বলেছেন, ‘‘হার্দিক (Hardik Pandya) এখন অনেক অভিজ্ঞ। ও জানে কী করতে হবে। কোচেদের ওকে বলে দিতে হবে না, কী করা উচিত বা কী করতে হবে। হার্দিক উঁচু মানের অলরাউন্ডার এবং সেই মানের বিগ হিটার।’’ ম্যাকগ্রার সংযোজন, ‘‘আইপিএলে দারুণ নেতৃত্ব দিয়েছে। ব্যাটিং-বোলিং দাপটের সঙ্গে করেছে। কিছু ম্যাচে ভাল হবে, কিছু খেলায় ব্যর্থতা আসবে। এটাই স্বাভাবিক। সব মিলিয়ে হার্দিক খুব ভাল করছে। ও জানে ওর কাজটা কী বা ওকে কী করতে হবে। কাউকে সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজেও ব্যাটার হিসেবে সফল হার্দিক। তবে বোলার হিসেবে এখনও সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি ভারতীয় অলরাউন্ডার।

Latest article