সংবাদদাতা, আলিপুরদুয়ার : শান্ত আলিপুরদুয়ারকে অশান্ত করতে এসেছেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিরোধী দলনেতাকে শুনতে হল এমনই। তারই সঙ্গে দিকে দিকে উঠল ‘গো ব্যাক স্লোগান’। মিথ্যা প্রতিশ্রুতি। লাগামছাড়া মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারে দলীয় এক কর্মসূচি যোগ দিতে এসে শুভেন্দু অধিকারী টের পেলেন মানুষের ক্ষোভ । মিছিল করে যাওয়ার সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষ কার্যত ক্ষোভ উগরে দিলেন।
আরও পড়ুন-আজ চা-বলয়ে মহাসম্মেলন
রাজ্যের যেকোনও জেলাতেই এভাবেই মানুষের ধিক্কারের মুখে পড়তে হচ্ছে বিরোধী দলনেতাকে। আলিপুরদুয়ারেও ঘটল একই ঘটনা। রাস্তা দিয়ে মিছিল করে যাওয়ার সময় কলেজ হল্ট এলাকায় মিছিল পৌঁছলে বেশ কিছু স্থানীয় যুবক তাঁকে নারদাকাণ্ডে অভিযুক্ত বলেও চিৎকার করেন। বিজেপি এমনিতেই মানুষের কাছে ভোটপাখি বলে পরিচিত। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট কিনেছে তারা। গোটা রাজ্যের মানুষ তাদের ওপর ক্ষুব্ধ। অনুন্নয়নের কারণে যে আলিপুরদুয়ারে বিজেপি বলে কিছু নেই তা বুঝিয়ে দিলেন সাধারণ মানুষই। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক এদিন বিরোধী দল নেতাকে দেখেই বলে ওঠেন, এইজেলায় বিজেপি বলে কিছু নেই।
আরও পড়ুন-আত্মহত্যা নয়
শান্ত আলিপুরদুয়ার অশান্ত করবেন না। সভা করতে গিয়ে চন্দন কাঠ পাচার নিয়ে বেফাঁস মন্তব্য করেও রোষের মুখে পড়েন শুভেন্দু। তার মন্তব্যকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। এস জে ডি এ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ভয় পেয়ে বেফাঁস মন্তব্য করছেন বিরোধী দলনেতা। কোনওরকম উন্নয়ন না করে বার বার মানুষের ক্ষোভের মুখে পড়ছেন বিজেপি নেতারা। জেলায় সভা করতে আসার আগে মানুষের কাছে কী জবাব দেবেন তা ওঁদের ভেবে আসা উচিত।