ভোটের মুখে মনরেগা-র মজুরি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, ফের বঞ্চিত বাংলা, কোথায় গেল বকেয়া টাকা

Must read

প্রতিবেদন : পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। লোকসভা নির্বাচন জিততে তাই হাতের সব অস্ত্রকে কাজে লাগাতে কসুর করছে না মরিয়া বিজেপি। বাদ যাচ্ছে না নির্বাচন কমিশনও। ভোট ঘোষণা হওয়ার পরও এবার মনরেগার (MGNREGA) দৈনিক মজুরি বৃদ্ধি করল কেন্দ্র। বৃহস্পতিবারই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু সেখানেও বঞ্চিত বাংলা। রাজ্যভিত্তিক এই মজুরি বৃদ্ধি করা হয়েছে। দৈনিক মজুরি যেখানে সর্বোচ্চ ৩৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, বাংলার ক্ষেত্রে তা মাত্র ১৩ টাকা! ভোট ঘোষণা হওয়ার পরও কীভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
দীর্ঘদিন বাংলার প্রাপ্য ১০০ দিনের (MGNREGA) মজুরির টাকা আটকে রেখেছে কেন্দ্র। দরবার করেও কোনও কাজ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সেই বকেয়া মেটাতে শুরু করেছে। এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চিত হল বাংলা। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলায় ১০০ দিনের কাজের মজুরি বাড়ানো হয়েছে ১৩ টাকা। এতদিন মিলত দৈনিক ২৩৭ টাকা। এবার তা বেড়ে হল ২৫০ টাকা। শতাংশের হিসাবে ৫.৫ শতাংশ। অথচ বিজেপি শাসিত রাজ্যে ১০০ দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধির হার অনেক বেশি। সবথেকে বেশি হরিয়ানাতে, ৩৭৪ টাকা বৃদ্ধি হয়েছে। শতাংশের হিসেবে মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। গুজরাতে বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ।

আরও পড়ুন- হেফাজতে থেকে কাজ চালানোয় কোনও বাধা নেই, কেজরির জয়

বিরোধীদের অভিযোগ, এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে কেন্দ্র। তাঁদের প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পরেও কীভাবে ১০০ দিনের প্রকল্পের মজুরি বৃদ্ধির ঘোষণা করা হল? গত বাজেটেই এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন শুধু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই যুক্তিকে ঢাল করছে বিজেপি। আর সেটাও কমিশনের বিশেষ অনুমতি নিয়েই করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই বৃদ্ধিকে নিশ্চিত ভাবে প্রচারের হাতিয়ার করবে বিজেপি। আরও প্রশ্ন, কমিশনই বা এই অনুমতি দিল কীভাবে! যদি কোনও বৃদ্ধি না হত, তাহলে রুটিন নোটিফিকেশন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জারি হতে পারত। কিন্তু যখন মজুরি বৃদ্ধি হয়েছে এবং সেটাও সমহারে হয়নি— তখন তার অনুমতি কী করে দেয় কমিশন? ইডি, সিবিআইয়ের মতো কমিশনকেও নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি, তৃণমূলের এই অভিযোগে কার্যত ফের সিলমোহর দিল কেন্দ্র।

Latest article