রাজ্যের প্রকল্পের সুবিধে নিয়েও বিজেপি প্রার্থী রেখা

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন জাত ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক রং না দেখে যেন সবাইকে সরকারি প্রকল্পের সুবিধে দেওয়া হয়। তাই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর সুবিধে নিয়েও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। মোদি পরিবারের সদস্য রেখা বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী। এই রেখা পাত্রই সন্দেশখালি কাণ্ডে রাজনৈতিক লাভের গুড় খাওয়ার জন্য স্থানীয় মানুষকে বোকা বানিয়েছেন। আন্দোলনের নামে বিজেপির টিকিট পাওয়াই যে তাঁর মূল অ্যাজেন্ডা সেটা প্রমাণিত। তিনি যে দুমুখো সাপ হয়ে নিজের রং দেখাচ্ছেন তাও প্রমাণিত প্রতি পদে পদে। রাজ্যের যাবতীয় জনমুখী প্রকল্পের সুবিধে নিয়েও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন নির্লজ্জের মতো। এদিন বিষয়টি প্রকাশ্যে এনে রেখার মুখোশ খুললেন তৃণমূলের আইটি সেলের প্রধান তথা তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এক্স হ্যান্ডেলে রেখা পাত্রের স্বাস্থ্য সাথী কার্ডের বিস্তারিত পোস্ট করে দেবাংশু লেখেন, বিজেপি প্রার্থী রেখা পাত্রও (Rekha Patra) মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল এক্স হ্যান্ডেলে লিখছে, পরের বার যখন আপনি তাঁকে (রেখা পাত্রকে) ফোন করবেন, তখন তাঁর স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলবেন না। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, যে, কীভাবে আমাদের নেত্রীর মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য সাথী, আপনার ব্যর্থ আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাপিয়ে গেছে।

আরও পড়ুন- ভোটের মুখে মনরেগা-র মজুরি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, ফের বঞ্চিত বাংলা, কোথায় গেল বকেয়া টাকা

Latest article