ফের বিতর্কে ফেডারেশন, সহকর্মীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এক মহিলার

সংস্থার সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সাড়া ফেলে দিয়েছিলেন সংস্থার প্রাক্তন প্রধান আইনি পরামর্শদাতা নীলাঞ্জন ভট্টাচার্য

Must read

নয়াদিল্লি, ২৮ মার্চ : চরম ডামাডোলের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (Federation) (এআইএফএফ)। সংস্থার সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সাড়া ফেলে দিয়েছিলেন সংস্থার প্রাক্তন প্রধান আইনি পরামর্শদাতা নীলাঞ্জন ভট্টাচার্য। যা নিয়ে তদন্ত শুরু করেছে এশিয়ান ফুটবল ফেডারেশনও। সব মিলিয়ে প্রবল চাপে রয়েছেন এআইএফএফ সভাপতি।

আরও পড়ুন-ভোটের মুখে মনরেগা-র মজুরি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, ফের বঞ্চিত বাংলা, কোথায় গেল বকেয়া টাকা

এবার ফেডারেশনের এক মহিলা কর্মী শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে। আপাতত মৌখিকভাবে অভিযোগ জানালেও, আগামী দিনে লিখিতভাবে অভিযোগ জানাতে পারেন ওই মহিলা। ফেডারেশনের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এই খবর প্রকাশ্যে এনেছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার ফেডারেশনের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) বৈঠক বসেছিল। সেখানে ওই মহিলা গোটা বিষয়টি সবিস্তারে তুলে ধরেন কমিটির সদস্যদের সামনে। তবে লিখিতভাবে অভিযোগ জানানোর জন্য কিছুটা সময় চেয়েছেন ওই মহিলা। আগামী কয়েক দিনের মধ্যেই আইসিসি-র রিপোর্ট ফেডারেশনের কাছে জমা পড়বে বলে খবর।

আরও পড়ুন-রাজ্যের প্রকল্পের সুবিধে নিয়েও বিজেপি প্রার্থী রেখা

প্রসঙ্গত, কর্মস্থলে মহিলা কর্মীদের শারীরিক হেনস্থা বিরোধী আইনে চলতি বছরের জানুয়ারিতে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গড়েছিল ফেডারেশন। আর কমিটি গঠনের মাস দুয়েকের মধ্যে অভিযোগ জমা পড়েছে। এই বিতর্কের জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Latest article