পানাজি: পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে প্রথম থেকেই সরব তৃণমুল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশজুড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তার পরেও নির্বিকার বিজেপি সরকার। বাংলা, ত্রিপুরার পাশাপাশি মঙ্গলবার গোয়াতেও প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন এই ইস্যুতে গোয়ায় তাঁরা মোমবাতি মিছিলও করেন।
মূল্যবৃদ্ধির বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই গোয়ায় একশ্রেণির শিক্ষক – শিক্ষিকা বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তাঁদের সঙ্গে গিয়ে দেখা করেন গোয়ার মহিলা তৃণমূল নেতৃত্ব। পাশে থাকার আশ্বাস দেন। গোয়ার শিক্ষক-শিক্ষিকাদের দাবিদাওয়া নিয়েও তৃণমূল কংগ্রেস লড়বে বলে জানিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন : বিশ্বাসঘাতকতার জবাব দিনহাটায়
এদিকে ১৯ বছরের সিদ্ধি বিনায়কের রহস্যমৃত্যু নিয়ে সদ্য মহিলা কমিশনে স্মারকলিপি দিয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছে গোয়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার তাঁরা সাংবাদিক বৈঠক করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। দল জানিয়েছে, যতদিন না পর্যন্ত এই রহস্যমৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস এনিয়ে সরব থাকবে। গোয়া সরকার এই তদন্ত যে ভাবে ধামাচাপা দিতে চাইছে তার প্রতিবাদে এই ইস্যুতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গোয়া তৃণমূল কংগ্রেস।
বাংলার চার আসনের উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ে অভিনন্দন জানিয়েছেন সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফালেরিও। তাঁর প্রতিক্রিয়া, বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছেন। একইভাবে ত্রিপুরাতেও বিজেপিকে বিতাড়িত করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই গোয়ায় নতুন সকাল আনবে।