ইতিহাস গড়ে প্যারা অলিম্পিকে সোনা

Must read

টোকিও, ৩০ অগাস্ট: সোনার ছেলের পর এবার সোনার মেয়ে! অলিম্পিকে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। সোমবার প্যারা অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়লেন অবনী লেখারা। ১৯ বছর বয়সি ভারতীয় শুটার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন।
প্রসঙ্গত, অবনী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ, যিনি প্যারা অলিম্পিকে সোনার পদকের স্বাদ পেলেন।

আরও পড়ুন : বাড়ছে এসজেডিএ

শুধু তাই নয়, অলিম্পিক এবং প্যারা অলিম্পিক মিলিয়ে অবনী প্রথম ভারতীয় শুটার, যিনি সোনা জিতলেন। অবনীর কৃতিত্ব এখানেই শেষ হচ্ছে না। চলতি প্যারা অলিম্পিকে দেশকে প্রথম সোনার পদক উপহার দেওয়ার পথে তিনি বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন!মজার বিষয়, যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন অবনী। তবে ফাইনালে দারুণ ছন্দে ছিলেন। শেষ পর্যন্ত ২৪৯.৬ পয়েন্ট স্কো করে সোনা ছিনিয়ে নেন ভারতীয় শুটার। যা বিশ্বরেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল ইউক্রেনের শুটার ইরিনা শেটনিকের দখলে। এবার তাতে ভাগ বসালেন অবনীও।

Latest article