বাড়ছে এসজেডিএ

Must read

সরস্বতী দে, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়তে চলেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পরিধি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন অনুন্নত এলাকাকে এসজেডিএ-র আওতায় এনে সেখানে উন্নয়নের জোয়ার আনতে সচেষ্ট মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু দিনের সফরে এসজেডিএ এবং শিলিগুড়ি পুরসভার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে সমস্যা ও আগামী পদক্ষেপ সম্বন্ধে নির্দেশ দিয়ে গেলেন। চন্দ্রিমা জানান, প্রস্তাবিত এলাকাগুলি দেখার পর খুব শিগগিরই এর জন্য অনুমোদন ধার্য করা হবে।

আরও পড়ুন- ধসের পর চালু হয়েছিল তবে ফের বন্ধ টয়ট্রেন

এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, কাজ অনেকটাই এগিয়ে রয়েছে। এসজেডিএর বর্তমান ভবনটি ভূমিকম্পে জীর্ণ হয়ে পড়েছে। চেয়ারম্যান জানান, শহরের আশপাশে জায়গা দেখা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে এসজেডিএ-র আওতায় শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লক রয়েছে। রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, মালবাজার ব্লক ও ময়নাগুড়ির কিছু অংশও রয়েছে। এবার এর পরিধি বাড়িয়ে নাগরাকাটা ও ধূপগুড়ি ব্লককে আওতায় আনার প্রস্তাব রয়েছে।

Latest article