পুজোর মুখে শ্রমিকদের জন্য সুখবর, বোনাস বাড়ছে ২৫০০

১৮ অক্টোবরের মধ্যেই এই বোনাস দিয়ে দেওয়া হবে। বৈঠকটি সফলভাবে পরিচালনা করেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত।

Must read

প্রতিবেদন : পুজোর মুখে শ্রমিকদের জন্য সুখবর। স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইনডাকশন ফারনেস ও রোলিং মিল শিল্পের শ্রমিকদের বোনাস নিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে এক ত্রিপাক্ষিক বৈঠক হল শ্রম দফতরের কনফারেন্স হলে। আইএনটিটিইউসি, সিটু ও ইনটাকের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বোনাস-বৈঠকের জেরে ১৫০র বেশি প্রতিষ্ঠানের দেড় লাখের বেশি শ্রমিক উপকৃত হবেন।

আরও পড়ুন-‘সাগরকন্যা’, উদ্বোধন হল কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর থিম

১৮ অক্টোবরের মধ্যেই এই বোনাস দিয়ে দেওয়া হবে। বৈঠকটি সফলভাবে পরিচালনা করেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত। ছিলেন আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া ইত্যাদি অঞ্চলের শ্রম দফতরের আধিকারিকরা। ঋতব্রত জানান, গত বছরের তুলনায় এবার শ্রমিকেরা কম করেও আড়াই হাজার টাকা বেশি বোনাস পাবেন। উত্তরবঙ্গের চা-শ্রমিকদের জন্যও সুখবর রয়েছে। ইতিমধ্যেই একাধিক বাগানে বর্ধিত বোনাস দেওয়ার কথা জানিয়েছেন মালিকেরা। ১৭ অক্টোবরের মধ্যে সেই বোনাস পেয়ে যাবেন চা-শ্রমিকেরা। বাকি যেসব বাগানে বোনাস নির্ধারিত হয়নি, তা নিয়ে কলকাতার নব মহাকরণে এক বৈঠক হবে। আশা করা যাচ্ছে, শিগগিরই বাকি বোনাস-সমস্যাও মিটে যাবে।

Latest article