পালাগান বাঁচাতে সরকারি উদ্যোগে কর্মশালা

কর্মশালার মাধ্যমে লোকপ্রসার শিল্পীদের সরকারের জনমুখী প্রকল্পগুলোকে ‘বনবিবির পালা’র আঙ্গিকে জনসাধারণের সম্মুখে উপস্থাপনা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Must read

সংবাদদাতা, ক্যানিং: বনবিবির পালা সুন্দরবনের নিজস্ব লোক সংস্কৃতি। সুন্দরবনের মাঝি, মউলেদের জীবনের আখ্যান এই পালাগান। ক্রমে বিলুপ্ত হতে চলেছে এই পালাগান। এই পালাগানের আরও প্রসার ঘটানোর উদ্যোগ নিল তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় আঙ্গিক ভিত্তিক জেলা লোকশিল্পীদের কর্মশালা ‘বনবিবির পালা’ দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমায় আরম্ভ হল। তিন দিন এই কর্মশালা চলবে।

আরও পড়ুন-মানিকচকের বাঁধ মেরমতির কাজ শুরু শীঘ্রই, ভাঙনরোধে রাজ্যের বরাদ্দ ৪২ কোটি

কর্মশালার উদ্বোধন করেন ক্যানিংয়ের মহকুমা শাসক প্রতীক সিং। কর্মশালার মাধ্যমে লোকপ্রসার শিল্পীদের সরকারের জনমুখী প্রকল্পগুলোকে ‘বনবিবির পালা’র আঙ্গিকে জনসাধারণের সম্মুখে উপস্থাপনা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিন দিনব্যাপী এই কর্মশালায় শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দুজন প্রশিক্ষক নিযুক্ত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষ এই আঙ্গিক মানুষের কাছে নতুন ভাবে উপস্থাপনাই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এই কর্মশালাতে অংশগ্রহণকারীরা সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Latest article