মানিকচকের বাঁধ মেরমতির কাজ শুরু শীঘ্রই, ভাঙনরোধে রাজ্যের বরাদ্দ ৪২ কোটি

কেন্দ্রের উদাসীনতা। বর্ষায় গঙ্গাভাঙন নিয়ে বারবার কেন্দ্রের কাছে জানানোর পরেও মেলেনি সাহায্য। এগিয়ে এল রাজ্য সরকার।

Must read

সংবাদদাতা, মালদহ : কেন্দ্রের উদাসীনতা। বর্ষায় গঙ্গাভাঙন নিয়ে বারবার কেন্দ্রের কাছে জানানোর পরেও মেলেনি সাহায্য। এগিয়ে এল রাজ্য সরকার। ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৪২ কোটি বরাদ্দ করা হয়েছে ভাঙন রোধে। ইতিমধ্যেই শুরু গিয়েছে কাজ। সম্প্রতি মালদহের মালদহ জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, ভাঙন প্রতিরোধের জন্য মুখ্যমন্ত্রী দফতরে চিঠি পাঠানোর পরই দ্রুত নেওয়া হয়েছে ব্যবস্থা।

আরও পড়ুন-২৮ অগাস্ট মালদহ থেকে কলকাতায় রেকর্ড যোগদান

পাশাপাশি বৈষ্ণবনগরের পর মানিকচকে গঙ্গায় ভাঙন দেখা দেয়। বৃহস্পতিবার সকালে নদীবাঁধে আচমকা ব্যাপক ভাঙন দেখা দেয়। আনুমানিক ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানিকচকের পশ্চিম নারায়ণপুরের গঙ্গানদীর বাঁধ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে ব্রজলালটোলা গ্রাম। জেলা সেচ দফতরের নির্বাহী বাস্তুকার উত্তম পাল জানান, শীঘ্রই শুরু হবে কাজ।

Latest article