মৎস্যজীবীদের পাশে সরকার

কৃষক থেকে মৎস্যজীবী— সবার দিকেই সমান নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই নানাভাবে তাঁদের পাশে থাকে রাজ্য প্রশাসন

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : কৃষক থেকে মৎস্যজীবী— সবার দিকেই সমান নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই নানাভাবে তাঁদের পাশে থাকে রাজ্য প্রশাসন। এবার ঝাড়গ্রামের ভ্রাম্যমাণ মৎস্যজীবীদের সাহায্যের জন্য এগিয়ে এল রাজ্য সরকার। যাতে এই পেশায় থাকা মৎস্যজীবীরা আরও উন্নতি করতে পারেন। ভ্রাম্যমাণ মৎস্যজীবীদের মাছ নিয়ে ঘুরে বেড়াতে হয়। তাঁদের মাছ সংরক্ষণের জন্য আধুনিক সরঞ্জামের অভাবে সমস্যা হয়।

আরও পড়ুন-বিভ্রান্ত করছেন বিজেপি বিধায়কের কন্যা

এসব কথা মাথায় রেখেই তাঁদের কাজের সুবিধার জন্য তাঁদের পেশার সহায়ক জিনিসপত্র দিয়ে সাহায্য করা হল। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার মৎস্য অধিকর্তার ব্যবস্থাপনায় সাঁকরাইল ব্লক প্রশাসনের অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠান হয়। সেখানে সাঁকরাইল ব্লকের ৪৫ জন ভ্রাম্যমাণ মৎস্যজীবীর হাতে সাইকেল এবং তাপনিরোধক বাক্স দেওয়া হয়। ওই অনুষ্ঠানে ছিলেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ শশাঙ্ক হাটুই ও কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত-সহ প্রশাসনের আধিকারিকরা।

Latest article