বিভ্রান্ত করছেন বিজেপি বিধায়কের কন্যা

বাঁকুড়ার সদর থানার পুলিশকে নিয়ে সোমবার তাঁর বাড়িতে যায় সিআইডির ৪ অফিসারের টিম। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ পর্ব।

Must read

প্রতিবেদন : বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানার কথার মধ্যে অনেক অসঙ্গতি খুঁজে পেল সিআইডি। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে সোমবার তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পরে সিআইডি আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, বিধায়ককন্যার বক্তব্য এবং তথ্যের মধ্যে অনেক ফারাক। তাঁদের অভিযোগ, তদন্তে অসযোগিতা করছেন মৈত্রী। জিজ্ঞাসাবাদের সময় ভিডিওগ্রাফি করা হয় এদিন। বাঁকুড়ার বিজেপি বিধায়কের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছিল আগেই।

আরও পড়ুন-একহাজার কোটি টাকা বরাদ্দ

বাঁকুড়ার সদর থানার পুলিশকে নিয়ে সোমবার তাঁর বাড়িতে যায় সিআইডির ৪ অফিসারের টিম। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ পর্ব। তদন্তকারীদের প্রশ্ন ছিল, পরীক্ষায় মাত্র ২০ নম্বর পেয়ে নিচের দিকে নাম থাকা সত্ত্বেও কীভাবে এইমসে চাকরি পেলেন তিনি। কে সুপারিশ করেছিলেন তাঁর চাকরির জন্য? কোন প্রভাবশালী ব্যক্তির হাত আছে তাঁর চাকরি পাওয়ার নেপথ্যে? বিধায়ক বাবার প্রভাবকে কাজে লাগিয়েই কি এবছর কল্যাণী এইমসের নার্সিং কলেজে চাকরি পেয়েছেন তিনি? কী কী নথি জমা দিয়েছিলেন চাকরির জন্য? কত টাকা বেতন? কিন্তু মৈত্রীর কথায় বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাননি তদন্তকারী অফিসাররা। উল্লেখ্য, চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও এই মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

Latest article